ঢাকা : আগের দিনের মতো সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। একইসঙ্গে বেড়েছে সবগুলো সূচক। বেড়েছে বাজার মূলধনও। তবে গতকালের মতো আজও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ) সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন। তবে আগের দিনের মতো বেশির ভাগ শেয়ারের ক্রেতা নেই। এখন পর্যন্ত ক্রেতা খরায় ভুগছে দুই শতাধিক কোম্পানি।
বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫০৬ পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে ৫০৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট । লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টির দর।
এদিকে ডিএসইতে এখন পর্যন্ত লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে ঢাকা ডায়িং, সোনারগাঁ টেক্সটাইল, ফরচুন সুজ, সাইফ পাওয়ারটেক, ইমাম বাটন, মেঘনা পিইটি , মেঘনা কনডেন্সড মিল্ক, সেনা কল্যাণ ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স, তাকাফুল ইন্সুরেন্স, ইন্টার্নেশনাল লিজিং, জিলবাংলা সুগার, শ্যামপুর সুগার সহ আরো কিছু কোম্পানি।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৯পয়েন্টে। এখন পর্যন্ত সিএসইতে হাত বদল হওয়া ২৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫১ টির, কমেছে ৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির দর। বেলা সাড়ে ১১ পর্যন্ত সিএসইতে ১৩কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ভোরের আকাশ/জেএস/
মন্তব্য