-->
শিরোনাম

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

অর্থনৈতিক প্রতিবেদক
পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। গতকালের মতো আজও সকাল থেকে সূচকের তেজিভাব দেখা যাচ্ছে। এতে বেড়েছে  সবগুলো সূচক। একইভাবে বেড়েছে বাজার মূলধনও।  তবে আজও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের  দ্বিতীয় দিন সোমবার ( ৩ অক্টোবর  )  ডিএসইতে সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী  প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন।  তবে আগের সপ্তাহের মতো  বেশির ভাগ শেয়ারের ক্রেতা নেই। এখন পর্যন্ত ক্রেতা খরায় ভুগছে  প্রায় ১০৪ কোম্পানি।

 

বেলা  ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান  করছে  ৬ হাজার ৫৩৯ পয়েন্টে। এখন পর্যন্ত  লেনদেন হয়েছে ৭০৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট । লেনদেন হওয়া কোম্পানির মধ্যে  দর বেড়েছে ৯৬ টির, কমছে ৯৮ টির এবং অপরিবর্তিত  রয়েছে ১৬৮ টির দর।

 

এদিকে ডিএসইতে এখন পর্যন্ত লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিস, সেনাকল্যাণ ইন্সুরেন্স, বসুন্ধরা পেপার, রেকিট বেনকিজার, জিলবাংলা সুগার,  সোনারগাঁ টেক্সটাইল, ফরচুন সুজ, সাইফ মেঘনা পিইটি , এবি ব্যাংক, মেঘনা কনডেন্সড মিল্ক, সেনা অগ্রণী ইন্সুরেন্সসহ আরো কিছু কোম্পানি। 

 

অপর পুঁজিবাজার  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪২ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭৯ পয়েন্টে। এখন পর্যন্ত  সিএসইতে হাত বদল হওয়া ২৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫০ টির, কমেছে ৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টির দর।  বেলা  ১২ পর্যন্ত সিএসইতে ১৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

ভোরের আকাশ/এমআরএন/জেএস/

মন্তব্য

Beta version