-->
শিরোনাম

৯ মাসে ১৫ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে

অর্থনৈতিক প্রতিবেদক
৯ মাসে ১৫ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে

দেশে উৎপাদিত প্লাস্টিক পণ্যের রপ্তানি আগের তুলনায় সন্তোষজনক হারে বেড়েছে। গত ৯ মাসে রপ্তানি ৩৪ শতাংশ বেড়েছে। এ সময়ের মধ্যে ১৫ কোটি ৪৭ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি হয়েছে। চলতি মাসে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

ইপিবি বলছে, গত অর্থবছরের একই সময়ে যা ছিল ১১ কোটি ৫৪ লাখ ডলার। সে হিসেবে রপ্তানি বেড়েছে ৩৪.০৭ শতাংশ। এছাড়া লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.১৫ শতাংশে। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বাড়তি দামেই আন্তর্জাতিক বাজারে এসব পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। মূলত এ কারণেই রপ্তানিতে এমন প্রবৃদ্ধি এসেছে।

 

ইপিবির তথ্যানুযায়ী জুলাই-মার্চ পর্যন্ত পিভিসি ব্যাগ রপ্তানি হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ডলারের। গত অর্থবছরের একই সময় যা ছিল ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ডলার। সে হিসাবে পণ্যটির রপ্তানি ৩৭.৭৪ শতাংশ বেড়েছে।

 

অন্যদিকে ৯ মাসে প্লাস্টিক বর্জ্য রপ্তানি হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ডলারের। গত অর্থবছরের একই সময় যা ছিল ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ডলার। অর্থাৎ এক্ষেত্রে রপ্তানি ১৩.১৭ শতাংশ কমে গেছে। এর বাইরে অন্যান্য প্লাস্টিক পণ্যের রপ্তানি ৪৩.০২ শতাংশ বেড়েছে।

 

৯ মাসে এসব পণ্য রপ্তানি করা হয়েছে ১১ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলারের। গত অর্থবছরের একই সময় যা ছিল ৮ কোটি ৮ লাখ ডলার। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ফেব্রুয়ারির তুলনায় মার্চে রপ্তানি প্রবৃদ্ধি ছিল কিছুটা কম।

 

এ বিষয়ে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘এটা আমরা প্রত্যাশাই করেছিলাম। কারণ কাঁচামালের দাম বাড়ার কারণে উৎপাদিত পণ্যের দামও বেড়েছে। ফলে টাকার অঙ্কটাও বেড়ে গেছে।

 

এ বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানির। তবে এখন মনে হচ্ছে এটি ২২ কোটি ডলার ছাড়াবে। আমরা ২০৩০ সাল নাগাদ ৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির আশা করছি। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি ১০ শতাংশ বেশি হবে।’

 

ভোরের আকাশ

মন্তব্য

Beta version