-->
শিরোনাম

মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারে ক্রেতার ভীড়

অর্থনৈতিক প্রতিবেদক
মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারে ক্রেতার ভীড়

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৬টির বা ২৭.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

 

কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে, আগের কার্যদিবসে মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.০ টাকা।

 

লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৬.৩০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে।

 

এর মাধ্যমে মেঘনা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

 

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৯৫ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের ৯.৮৬ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফের ৯.৭৭ শতাংশ, সি পার্ল বিচের ৯.০১ শতাংশ, খান ব্রাদার্স পিপির ৮.৮০ শতাংশ, এপেক্স ফুডসের ৮.০৭ শতাংশ, ওয়াইমেক্স ইলেকট্রোডের ৭.৪৮ শতাংশ, কর্নফুলী ইন্স্যুরেন্সের ৭.৩০ শতাংশ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৭.২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version