-->
শিরোনাম

পাকা বাড়ি নির্মাণে খরচ বাড়বে

নিজস্ব প্রতিবেদক
পাকা বাড়ি নির্মাণে খরচ বাড়বে

জাতীয় সংসদে পেশ করা ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সিমেন্ট, রডসহ নির্মাণ সামগ্রীর দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে নতুন অর্থ বছরে পাকা বাড়ি নির্মানের ব্যয় বেড়ে যাবে।

 

প্রস্তাবিত বাজেটে ইট, সিমেন্টসহ গৃহ নির্মান সামগ্রীর দাম বাড়াতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে প্রস্তাব করেছেন তা তুলে ধরা হলো-

 

সিমেন্ট

সিমেন্টের মূল কাঁচামাল ক্লিংকারের আমদানি শুল্ক টনপ্রতি ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকারকদের জন্য ক্লিংকারে শুল্ক একই হারে বেড়ে ৯৫০ টাকা হবে।

 

সাধারণ ইটযন্ত্রের সাহায্য ছাড়া তৈরি সাধারণ ইটে ভ্যাট (নন-রিফ্লেকটরি বিল্ডিং ব্রিকস) প্রতি হাজারে ৪৫০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। এটা ‘ফেসিংয়ে’ ব্যবহৃত ইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

 

বিদেশি লিফটদেশীয় শিল্পকে সুরক্ষা দিতে লিফটের সরঞ্জামের আমদানিশুল্ক ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে বিদেশি লিফটের দাম অনেকটাই বেড়ে যেতে পারে। শুল্ক ১ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ হবে চলন্ত সিঁড়ি বা এস্কেলেটর আমদানিতে।

 

আঠাআঠা (অ্যাডহেসিড/গ্লু) আমদানিতে ১৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। এতে বিদেশি আঠার দাম বাড়বে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version