সারাদেশে দুর্নীতি বিরোধী অভিযান আরো জোরদার করতে নতুন অর্থবছরের (২০২৩-২৪) প্রস্তাবিত বাজেটে দুদকের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের(দুদক) জন্য নতুন অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১৮৪ কোটি টাকা।
যা গত অর্থ বছরের চেয়ে ৪০ কোটি টাকা বেশি। গতবছর বরাদ্দ দেয়া হয়েছিল ১৪৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন। এটি স্বাধীন বাংলাদেশের ৫২ তম বাজেট এবং আওয়ামীলীগ সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট এটি।
মন্তব্য