বাজারে বিশৃঙ্খল পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ট্যাক্স কমিয়েও নিত্যপণ্যের দাম কমছে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১৩ নভেম্বর) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘পিকেএসএফ দিবস ২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে অর্থায়ন’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক বদিউর রহমান, এবং স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।
অর্থ উপদেষ্টা বলেন, “মানুষ বলছে, পণ্যের দাম কমছে না, অথচ এনবিআর অনেক সুবিধা দিয়েছে। ট্যাক্স কমানোর পরও বাজারের বিশৃঙ্খলা এমন যে, নিত্যপণ্যের দাম কমছে না। মানুষ অধৈর্য হয়ে গেছে। প্রধান উপদেষ্টাকে বলেছি, বাজারের দামের নিয়ন্ত্রণ শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; এখানে নানা বিষয় জড়িত। বাজারে গিয়ে দেখা যায়, ৫০০ টাকা নিয়ে গেলে দু-মুঠো শাকসহ কিছু কিনতেই শেষ হয়ে যায়। আমরা চেষ্টা করছি দাম কমানোর জন্য।”
তিনি আক্ষেপ করে বলেন, "ভালো প্রতিষ্ঠানের অভাব আমাদের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অনেক স্থাপনা আছে, কিন্তু দক্ষ জনবল নেই। স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি আছে। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে প্রতিদিন কথা বলি, পরিস্থিতি সামাল দিতে তিনি যেন আরও তৎপর হন।”
ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে তিনি জানান, “এক মৌসুমে ৫ লাখ ৩০ হাজার টন ইলিশ উৎপাদন হলেও আমরা মাত্র ৩ হাজার টন ভারতে দিয়েছি। এটি ইতিবাচক সিদ্ধান্ত, অনেকেই সেটি সমর্থন করেছেন। তবে ফেসবুকে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, যদিও আমার কোনো ফেসবুক নেই।”
বিশ্বের দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের ইতিবাচক অবস্থা সম্পর্কে তিনি বলেন, “বিশ্বব্যাংক ও আইএমএফের সভায় আমাদের দিকে কেউ মুখ বাঁকা করেনি। সবার সহযোগিতা রয়েছে, তবে কিছু শর্ত আছে যা কঠিন নয়। আমাদের দেশ কৃষক, শ্রমিক ও পোশাক শিল্পের অবদানে এগিয়ে যাচ্ছে। আমরা শর্ট টার্ম সংস্কার করছি, দীর্ঘমেয়াদি পরিবর্তন করবে নির্বাচিত সরকার। কিছু বাধা আছে, তাই সবকিছু করা সম্ভব নয়।”
অনুষ্ঠানে পিকেএসএফের বিভিন্ন সহযোগী সংস্থার প্রধান নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও অন্যরা অংশ নেন। এছাড়া পিকেএসএফের কার্যক্রমবিষয়ক তথ্যচিত্রও প্রদর্শিত হয়। ১৯৮৯ সালের ১৩ নভেম্বর প্রতিষ্ঠিত পিকেএসএফ কর্মসৃজনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে, এবং সেই দিনটিকে স্মরণে ‘পিকেএসএফ দিবস’ উদযাপন করা হয়।
ভোরের আকাশ/রন
মন্তব্য