-->

এডিবি ৬০০, বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার দেবে

ভোরের আকাশ প্রতিবেদক
এডিবি ৬০০, বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার দেবে

অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার জানিয়েছেন, আসছে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ঋণ সহায়তা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬০০ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়।

বর্তমান অন্তর্বর্তী সরকার দাতা সংস্থাগুলোর কাছ থেকে কি পরিমাণ ঋণ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে? সাংবাদিকদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টাকে এমন প্রশ্ন করা হলে তার উত্তর দেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বলেন, আমাদের অন্তর্বর্তী সরকার যেসব পলিসিগুলো নিচ্ছে, এগুলোর ব্যাপারে আইএমএফ ও বিশ্বব্যাংক ব্যাপক সমাধান দিয়েছে। আমাদের প্রকৃত যে প্ল্যান ছিল তার থেকে অনেক বেশি টাকা আমরা পাচ্ছি।

অর্থসচিব বলেন, এরই মধ্যে এডিবির সঙ্গে ৬০০ মিলিয়ন ডলার ঋণের নেগোসিয়েশনে হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে এই অর্থ আমরা পাব। বিশ্বব্যাংকের ৫০০ মিলিয়ন ডলারের একটি ঋণ নেগোসিয়েশন হয়ে গেছে। এটিও ডিসেম্বরের মধ্যে পাব আমরা। তিনি বলেন, এই দুটি ঋণের প্রকৃত অঙ্ক ছিল ৩০০ ও ২৫০ মিলিয়ন ডলার। তার মানে দুটিই আমরা ডাবল ডাবল করে পাচ্ছি। তিনি আরও বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য আইএমএফর কাছে অতিরিক্ত সহায়তা চেয়েছি। এর মধ্যে এই বছরে আমরা অতিরিক্ত ১ বিলিয়ন ডলার চেয়েছি। আগামী ৪ ডিসেম্বরে আইএমএফ আসবে এবং তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। যে প্রগ্রেস দেখছি, আমরা আশাবাদী এটা আমরা পাব।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version