শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনে উত্তরণের সেতুবন্ধনে যাত্রায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অনস্বীকার্য। তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের সঠিক পথ নির্ধারণে সহায়তার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক অংশ নিয়েছে এআইইউবি জব ফেয়ার-২০২৪-এ। গত শনিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত মেলাটি তরুণদের ক্যারিয়ার সুযোগ সন্ধানে একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হয়ে উঠে। এআইইউবি বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মোছা. নাদিয়া আনোয়ার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। দেশের ১২১টি স্বনাধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমজমাট এই মেলায় আাইএফআইসি ব্যাংকের দৃষ্টিনন্দন স্টল শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব হিউম্যান রিসোর্স এন্ড লজিস্টিকস কে এ আর এম মোস্তফা কামাল। আইএফআইসি ব্যাংকের হেড অব স্টাফিং অ্যান্ড রিসোর্স প্লানিং শেখ মনজুরুল হকের নেতৃত্বে অভিজ্ঞ কর্মীরা চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন। স্টলে চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ এবং ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি নীতি ও অন্যান্য ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য