-->

ঢাবিতে ‘গেস্টরুম কালচার’ বন্ধে আইন দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
ঢাবিতে ‘গেস্টরুম কালচার’ বন্ধে আইন দাবিতে মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গেস্টরুম কালচার’ এর নামে নির্যাতনের অভিযোগ এনে তা বন্ধে আইন প্রণয়নের দাবি জানিয়ে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি- ভোরের আকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ‘গেস্টরুম কালচার’ এর নামে নির্যাতনের অভিযোগ এনে তা বন্ধে আইন প্রণয়নের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘‘২০২০-২১ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আকতারুল ইসলামের ওপর ‘গেস্টরুম’ নামে নির্যাতনের প্রতিবাদে’’ এ কর্মসূচি পালন করেছেন একই সেশনের ‘সাধারণ শিক্ষার্থীরা’।

২০২০-২১ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী শাহীনের সঞ্চালনায় মানববন্ধনে দর্শন বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ‘আমরা পড়াশোনা করে ম্যানার শিখেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যানারের নামে যে সংস্কৃতি চালু হয়েছে সেটি হচ্ছে একজন শিক্ষার্থীকে মানসিক এনং শারীরিকভাবে নির্যাতন৷

‘আকতার অসুস্থ থাকলেও তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাইটের দিকে তাকিয়ে থাকতে বলা হয়৷ কোনো সুস্থ মানুষও কিছুক্ষণ লাইটের দিকে তাকিয়ে থাকলে তিনি অসুস্থ হয়ে যাবেন। আমরা গেস্টরুমের তীব্র নিন্দা জানাই। আমাদের সহপাঠী আকতারকে যারা নির্যাতন করেছে তাদের ছাত্রত্ব বাতিল করা হোক৷’

আন্তজার্তিক বিভাগের রিফাত রশীদ বলেন, ‘আমরা অনেক স্বপ্ন, ত্যাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। কিন্তু হলে কতিপয় গোষ্ঠী আমাদের শকুনের মতো খাবে, তা আমরা বুঝিনি। আমরা নিম্নবিত্ত। আমাদের কাড়িকাড়ি টাকা নেই যে বাইরে মেসে থাকব।

‘এর সুযোগ নিয়ে আমাদের নির্যাতন করা হবে, লাঞ্ছিত করা হবে- এটা অন্যায়। আমরা পরিবার, সমাজ, শিক্ষক থেকে ম্যানার শিখেই এসেছি। গেস্টরুমের নামে এই নির্যাতনের সমাপ্তি চাই আমরা৷’

ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাসান এনাম বলেন, ‘গেস্টরুমের নামে আমাদের শিক্ষার্থীদের নির্যাতনের এই অপসংস্কৃতি বন্ধ করতে হবে। আকতারুলের ওপর যারা নির্যাতন করেছে তাদের প্রত্যেককে শনাক্ত করে বিচারের আওতায় এনে বহিষ্কারের দাবি জানাই৷’ 

অভিযোগ আছে, বুধবার (২৭ জানুয়ারি) রাতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আকতারুলকে বিজয় একাত্তর হলের গেস্টরুমে ডেকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন ছাত্রলীগের কতিপয় কর্মী।

আকতারুলও হল প্রশাসন বরাবর নির্যাতনের লিখিত অভিযোগ দিয়েছেন।

মন্তব্য

Beta version