-->

‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মারক বৃত্তি’ চালু

ঢাবি প্রতিনিধি
‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মারক বৃত্তি’ চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মারক বৃত্তি' চালু হয়েছে। এই বৃত্তির আওতায় অর্থনীতি বিভাগের ১ম বর্ষের একজন অসচ্ছল ছাত্র ও একজন ছাত্রীকে মাসিক ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

বৃত্তি প্রবর্তনে অনুদান দিয়েছেন অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে তথ্য কমিশনার সুরাইয়া বেগম ১৬ লাখ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেছেন।

উপাচার্য দপ্তরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং দাতাদের মধ্যে রমেন চন্দ্র বসাক, আমীর আব্দুল ওয়াহাব ও গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।

অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসায় অর্থনীতি বিভাগের ১৯৭৬ ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান উপাচার্য ড. আখতারুজ্জামান।

 

মন্তব্য

Beta version