-->
শিরোনাম

ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই শ্রেণি কার্যক্রম চলবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাগুলো চলবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, পরিস্থিতি বুঝে স্বাস্থ্যবিধি মেনে ভাগ ভাগ করে বাকি শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে আনা হবে।

বাকিদের সশরীরে ক্লাস কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে ভোরের আকাশকে তিনি বলেন, ‘সেটা অবস্থা বুঝে। আমাদের এখন রেশনিং (ভাগ ভাগ করে কাজ এগিয়ে নেওয়া) করতে হবে। ভাগ ভাগ করে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে কাজগুলো এগিয়ে যায় তার পরিকল্পনা করতে হবে। তবুও সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে, দেখা যাক।’

২২ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে জানিয়ে উপাচার্য বলেন, ‘বিষয়টি প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগে জানিয়ে দেওয়া হলো। তারা দূর-দূরান্তে, গ্রামের বাড়িতে থাকে, তাদের সেখান থেকে আসতে হবে তো।’

মন্তব্য

Beta version