-->
শিরোনাম

১৯৩৪ প্রতিষ্ঠানের সবাই পাস, ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল

নিজস্ব প্রতিবেদক
১৯৩৪ প্রতিষ্ঠানের সবাই পাস, ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
উচ্চ মাধ্যমিকের ফল পেয়ে উচ্ছ্বসিত রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। ছবি: ভোরের আকাশ

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাই পাস করেছেন ১৯৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেননি।

২০২০ সালে করোনার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। বিশেষ ব্যবস্থায় ফল প্রকাশ করা হয়েছিল। সেই ফলে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯০৬৩টি। কেউ পাস করেনি এমন কোনো প্রতিষ্ঠান ছিল না। সেই তুলনায় ২০২১ সালে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৭ হাজার ১২৯টি।

এবার মোট ৯ হাজার ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। এবার গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

শতভাগ পাস প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ১৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

এছাড়া যশোর বোর্ডে ১১৬, রাজশাহী বোর্ডে ১৬২, কুমিল্লা বোর্ডে ৭৫, চট্টগ্রাম বোর্ডে ১৬, বরিশাল বোর্ডে ৫৬, সিলেট বোর্ডে ৫৩, দিনাজপুর বোর্ডে ৫৩ ও ময়মনসিংহ বোর্ডে ২৯টি শতভাগ পাস প্রতিষ্ঠান রয়েছে।

মাদরাসা বোর্ডে এক হাজার ৩টি এবং কারিগরি বোর্ডে ১৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

মন্তব্য

Beta version