-->
শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি

আগামী ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। শুরু হচ্ছে সশরীরে ক্লাস। তবে করোনা টিকার দুই ডোজ নেওয়া শিক্ষার্থীরাই ক্লাসে ফিরতে পারবেন। আজ বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আগের দিন বুধবার চাঁদপুরে এক অনুষ্ঠানে চলতি মাসেই স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে তখন নির্দিষ্ট দিন-তারিখ জানাননি।

আজ বৃহস্পতিবার সকালে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালু করা হবে। তবে যেসব শিক্ষার্থী করোনার টিকার দুটি ডোজ নিয়েছে, আপাতত তারাই ক্লাসে যাবে। যারা দুই ডোজ টিকা নেয়নি, তারা বাসায় থেকে অনলাইনে বা টেলিভিশন দেখে ক্লাস করবে। আগের মতো স্বল্প পরিসরেই হবে ক্লাসে।

শিক্ষামন্ত্রী আরো জানান, প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে আরো দেরি হবে। যেহেতু ১২ বছরের কম বয়সীরা এখনো টিকা পায়নি, তাই ২২ ফেব্রুয়ারি প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো যাচ্ছে না।

দীপু মনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের হার ১২ শতাংশের ঘরে নেমে এসেছে। সপ্তাহ দুয়েকের মধ্যে হয়ত তা আরো কমে ‘সেই কাঙ্ক্ষিত মাত্রায়’ নেমে আসবে, যাতে প্রাথমিক বিদ্যালয়ও খুলে দেওয়া যায়। 

১২ বছরের কম বয়সীদের কীভাবে টিকার আওতায় আনা যায়, সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

মন্তব্য

Beta version