-->
শিরোনাম

ঢাবিতে পুলিশ বক্সের সামনে থেকে ছাত্রীর ফোন ছিনতাই

ঢাবি প্রতিনিধি
ঢাবিতে পুলিশ বক্সের সামনে থেকে ছাত্রীর ফোন ছিনতাই
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমার ব্যাগ থেকে ফোনটি নিয়ে কে বা কারা ভিড়ের মধ্যে মিশে যায়। ছিনতাইয়ের পর ঘণ্টা দুয়েক ফোন খোলা ছিল।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর সংলগ্ন পুলিশ বক্সের সামনে থেকে এক ছাত্রীর মোবাইল ফোন ছিনতাই হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন স্বর্ণলতা মণ্ডল (২১) নামের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের ওই শিক্ষার্থী। তিনি কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী।

স্বর্ণলতা মণ্ডল মামলার এজাহারে বলেছেন, আমি ও আমার বান্ধবী মাহবুবা মৌমিতা টিএসসি থেকে কার্জন হলের উদ্দেশ্যে রওনা হই। সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর সংলগ্ন পুলিশ বক্সের সামনে দিয়ে কার্জন হলের দিকে যাওয়ার পথে আমার ফোন ব্যাগের মধ্যে থেকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমার ব্যাগ থেকে ফোনটি নিয়ে কে বা কারা ভিড়ের মধ্যে মিশে যায়। ছিনতাইয়ের পর ঘণ্টা দুয়েক ফোন খোলা ছিল। তারপর বন্ধ পাওয়া যায়।’

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। তিনি মামলা করেছেন। আমরা কাজ শুরু করে দিয়েছি। ইতোমধ্যে তিনবার ফোনটি ট্র‍্যাক করার চেষ্টা করা হয়েছে। দ্রুত আমরা এ বিষয়ে আরো পদক্ষেপ নেব।’

মন্তব্য

Beta version