শিক্ষার্থীদের যাতায়াত সুবিধাজনক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহনে দুটি বাস প্রদান করেছে সিটি ব্যাংক এবং ইফাদ গ্রুপ।
বুধবার (মার্চ ১৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের হাতে বাসের চাবি হস্তান্তর করেন সিটি ব্যাংকের চেয়্যারম্যান আজিজ আল কায়সার এবং ইফাদ গ্রুপের চেয়্যারম্যান ইফতেখার আহমেদ টিপু।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ ছামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়্যারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত ইসলাম, সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিনসহ শিক্ষার্থী এবং দুই গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা৷
অনুষ্ঠানে আজিজ আল কায়সার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাস প্রদান করতে পেরে আমরা আনন্দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল ২০০ শিক্ষার্থীকে মাসিক ৫ হাজার টাকা করে বৃত্তির ঘোষণা দেন তিনি।
ইফাদ গ্রুপের চেয়্যারম্যান ইফতেখার আহমেদ ইপু বলেন, এর আগেও আমরা ১২টি বাস বিভিন্ন কলেজে উপহার দিয়েছি ৷ আমরা এ রকম কাজে যুক্ত হয়ে গর্বিত বোধ করছি।
অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত ইসলাম বলেন, এটা আসলে সাহায্য নয়, বিনিয়োগ ৷ আজকে বিনিয়োগ করলে আগামীতে শিক্ষার্থীদের মাধ্যমে ইন্ডাস্ট্রি উপকৃত হবে ৷ ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মানবসম্পদ তৈরি করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এমন উদ্যোগ ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যুগপৎ সমন্বয়ের বড় উদাহরণ ৷ এ সকল অনুষ্ঠানের মাধ্যমে অন্যান্য ইন্ডাস্ট্রিও এগিয়ে আসবে।
এ সময় দুটি বাস প্রদান করায় সিটি ব্যাংক এবং ইফাদ গ্রুপকে কৃতজ্ঞতা জানান তিনি।
মন্তব্য