ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আগামী ১৮ মার্চ থেকে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শিরোনামে বিশেষ ভাস্কর্য প্রদর্শনী শুরু হচ্ছে। প্রদর্শনীটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মন্ত্রিসভা কমিটি গৃহীত ও প্রধানমন্ত্রী অনুমোদিত পঞ্চাশটি কর্মসূচির মধ্যে একটি।
বুধবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের চেয়ারপারসন ও ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষ ভাস্কর্য প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নাসিমা হক মিতু।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামী ১৮ মার্চ বিকেল তিনটায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রদর্শনী উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও সুবর্ণজয়ন্তী সেলের প্রধান সমন্বয়ক জনাব রঞ্জিত কুমার দাস। ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং স্বাগত বক্তব্য দেবেন ভাস্কর্য বিভাগের চেয়ারপারসন নাসিমা হক মিতু।
প্রদর্শনীটি চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি ও উন্মুক্ত প্রাঙ্গণে প্রদর্শিত হবে এবং ২৪ মার্চ বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের উন্মুক্ত থাকবে।
লিখিত বক্তব্যে নাসিমা মিতু বলেন, ভাস্কর্য ছাড়াও স্থাপনা ও পারফরমেন্স শিল্প এই প্রদর্শনীতে অন্তর্ভুক্ত হয়েছে। এই অংশে সর্বমোট ২৯টি শিল্পকর্ম রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্থান ও শহরে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্রী মোজ্জামেল হক টিটুর স্মারক ভাস্কর্যের মধ্যে বাছাইকৃত উল্লেখযোগ্য ৫০টি আলোকচিত্র প্রদর্শিত হবে। এছাড়া এই প্রদর্শনীতে বিশেষ গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হচ্ছে এ দেশের বিশিষ্ট ভাস্কর হামিদুজ্জামান খানের মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি ভাস্কর্য ও উল্লেখযোগ্য কয়েকটি ভাস্কর্যের আলোকচিত্র।
তিনি আরও বলেন, এই বিশেষ ভাস্কর্য প্রদর্শনীতে প্রদর্শিত তিনটি শিল্পকর্মকে পুরস্কৃত করা হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে উৎসারিত ভাস্কর্য চর্চায় অবদানের জন্য হামিদুজ্জামান খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
অন্যদিকে, ২৪ মার্চ বিকেল সাড়ে তিনটায় উপাচার্য আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। এতে মন্ত্রী এবং উপাচার্য পুরস্কার ও সম্মাননা প্রদান করবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন এবং ভাস্কর্য প্রদর্শনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক নিসার হোসেন, ভাস্কর্য বিভাগের অনারারি অধ্যাপক মো. হামিদুজ্জামান খান, অধ্যাপক লালা রুখ সেলিম, সহকারী অধ্যাপক নাসিমুল খবির প্রমুখ।
মন্তব্য