ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ২য় বার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরত ৭ শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার (২১ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
বিষয়টি ভোরের আকাশকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার।
ওসি বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অবৈধভাবে সিনেট ভবনের সামনে অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলে এ ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আমি তথ্যটি জেনেছি। এ ব্যাপারে আমি দুজন শিক্ষককে দায়িত্ব দিয়েছি। কী করণীয় সেটি পরে নির্ধারণ করব।
মন্তব্য