ঢাবির উয়ারী-বটেশ্বর রুটের বাসে সংঘবদ্ধ হামলা

ঢাবি প্রতিনিধি
ঢাবির উয়ারী-বটেশ্বর রুটের বাসে সংঘবদ্ধ হামলা
হামলায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি- ভোরের আকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উয়ারী-বটেশ্বর রুটের একটি বাসে সংঘবদ্ধ হামলায় কয়েকজন শিক্ষার্থীর গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষার্থীরা বলছেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, মূল ঘটনা জানা যায়নি। ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হয়েছে।

আহত এক শিক্ষার্থীর নাম আশিকুর রহমান শুভ। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। অন্যদের পরিচয় জানা যায়নি।

আহত এক শিক্ষার্থী। ছবি- ভোরের আকাশ

 

প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আহত আশিকুর রহমান বলেন, এক মোটরসাইকেল চালক সাইড না দিয়ে বাজে আচরণ করলে ঢাবির বাসের চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা থেকে হাতাহাতি হয়। তারপর ওই মোটরসাইকেল আরোহী বাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ফলে গ্লাস ভেঙে কয়েকজন মেয়ে আহত হন। তারপর বাসের অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে ওখানকার আরো অনেকে জড়ো হয়ে বাস ভাঙচুর করে।

‘উয়ারী-বটেশ্বর পরিবার’ এর সভাপতি মারুফ আহমেদ ও সাধারণ সম্পাদক শেখ আল তমাল ভোরের আকাশকে বলেন, ‘ভুলতা ফ্লাইওভারের নিচে আমাদের গাড়ি থামে। ওখানে শিক্ষার্থীরা নামেন। আজকে আমাদের গাড়ির সঙ্গে এক মোটরসাইকেল চালকের কোনো কারণে ঝামেলা হয়। এ কারণে মোটরসাইকেল আরোহীর পিছনে বসা লোকটি বাসের গ্লাস লক্ষ্য করে ইট মারে। ফলে কয়েকজন আহত হন৷ পরে শিক্ষার্থীরা নেমে তাদেরকে শাসান৷ এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক আরো কয়েকজনকে জড়ো করে বাস ভাঙচুর করে৷ সেখানে জ্যাম থাকায় আমাদের গাড়ি সরে যেতে পারেনি।’

আহত এক শিক্ষার্থী। ছবি- ভোরের আকাশ

 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘মূল ঘটনা জানা যায়নি। একেকজন একেক কথা বলছেন। তবে আহত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে৷ পুলিশকে জানানো হয়েছে, যেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।’

মন্তব্য