-->

ডিবি পরিচয়ে ঢাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
ডিবি পরিচয়ে ঢাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ
আশিকুর রহমান। ছবি- সংগৃহীত

আশিকুর রহমান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিভাগের স্টুডেন্ট কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আব্দুল মান্নান ও আশিকের ঘনিষ্ঠরা বলছেন, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে আজিমপুরের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

আশিকুর রহমানের সঙ্গে একই বাসায় থাকেন অ্যাকাউন্টিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মুহসিন। তিনি বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে আমাদের বাসায় ডিবি পুলিশের কয়েকজন লোক আসে। ঢুকেই আমাদের বলে ইলেকট্রিক ডিভাইসগুলো দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর তারা আমাদের হাতকড়া পরান। আশিক ভাইয়ের ফোন অনেকক্ষণ চেক করে তারা বলল, আপনাদের পাশের বাসায় ঝামেলা হচ্ছে। কী ঝামেলা তা আর বলেনি। ভাইকে বলল, ওনাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যেতে হবে। ওনাকে জিজ্ঞাসাবাদ করবে। সমস্যা না হলে ছেড়ে দেবে। তাদের সঙ্গে পুলিশও ছিল, আনসারও ছিল।’

মুহসিন জানান, তিনি, তার স্ত্রী ও ভাই এবং আশিকুর ও তার ছোটভাই ওই বাসায় থাকেন। 

অধ্যাপক আব্দুল মান্নান ভোরের আকাশকে বলেন, ‘ডিবি পরিচয়ে আশিককে তুলে নিয়ে যাওয়ার পর আমরা মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যাই। কিন্তু তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে কিনা- তা আমাদের জানানো হয়নি। সেখানে ডিবির এক সহকারী কমিশনার বলেন, তিনি কিছু জানেন না। যদি কাউকে আটক করা হয় তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। এখন পর্যন্ত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। তাকে শাহবাগ বা লালবাগ থানায়ও নিয়ে যাওয়া হয়নি। এখন পর্যন্ত আমরা কিছুই জানি না।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, ‘আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আমি তার পরিবারকে কী বলব, শিক্ষার্থীদের কী বলব, কলিগদের কী বলব?’

জানতে চাইলে লালবাগ থানার ওসি এমএম মুর্শেদ বলেন, ‘আশিকুর রহমান নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয়নি।’

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদারও তার থানায় আশিককে নিয়ে যাওয়া হয়নি বলে বলে নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে মোবাইলে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

মন্তব্য

Beta version