আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমানের খোঁজ মিলেছে।
রোববার (২৭ মার্চ) রাত ৮ টা ৪৫ মিনিটে মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।
ভোরের আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন আশিকুরের বাবা সিরাজুল ইসলাম এবং তার রুমমেট অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী মুহসীন।
আশিকুরের বাবা বলেন, ডিবি অফিসে তার খোঁজ পাওয়া যায়। তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
মুহসীন বলেন, আমরা এইমাত্র তাকে নিয়ে ক্যাম্পাসে এসেছি। তাকে ডিবি নিয়ে গিয়েছিল, ছেড়ে দিয়েছে।
এর আগে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশিকুরকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে আজিমপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের স্টুডেন্ট কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আব্দুল মান্নান ও তার সহপাঠীরা বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
মন্তব্য