ঢাবিতে নতুন নামে চালু হচ্ছে ‘সান্ধ্য কোর্স'

ঢাবি প্রতিনিধি
ঢাবিতে নতুন নামে চালু হচ্ছে ‘সান্ধ্য কোর্স'

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন নামে চালু হতে যাচ্ছে সান্ধ্যকালীন বা ‘সান্ধ্য কোর্স' (ইভেনিং কোর্স)। নতুনভাবে প্রণীত নীতিমালার আলোকে ‘প্রফেশনাল বা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’ নামে পরিচালিত হবে এটি।

রোববার (২৭ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বোর্ড সিন্ডিকেটের এক সভায় এ বিষয়ে চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতীয় চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল/এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে। একটি নীতিমালার আলোকে এটি পরিচালিত হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পিএইচডি/সমতূল্য ডিগ্রি বাধ্যতামূলক করা হয়। ১ জুলাই ২০২৩ থেকে এটি কার্যকর করা হবে।

সমালোচনার মুখে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় বিশ্ববিদ্যালয়ে চলমান সান্ধ্য কোর্সসহ অনিয়মিত সব কোর্সে শিক্ষার্থী ভর্তির সকল ধরনের কার্যক্রম স্থগিত করা হয়।

একইসঙ্গে সেদিন সান্ধ্য কোর্স পরিচালনার সময়োপযোগী বিধিমালা প্রণয়ন করতে একটি কমিটি গঠন করা হয়। গত ২১ মার্চ একাডেমিক কাউন্সিলের সভায় ওই কমিটির তৈরি করা একটি বিধিমালা উপস্থাপন করা হয়। সিন্ডিকেটের সভায় তার চুড়ান্ত অনুমোদন দেওয়া হলো।

এছাড়াও সভায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪টি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউনিটগুলো হলো: (১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট (২) বিজ্ঞান ইউনিট (৩) ব্যবসায় শিক্ষা ইউনিট এবং (৪) চারুকলা ইউনিট। তবে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় 'ক,খ, গ, ঘ এবং চ' এই ৫টি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্তব্য