ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের রুমে ঢুকে মাস্টার্সের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে হল প্রশাসন।
সোমবার (৪ এপ্রিল) তদন্ত কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থী মাসফিউর রহমান, ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী সফিউল্লাহ সুমন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নাইমুর রশিদ নাঈম, ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সাব্বির আল হাসান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফিরোজ আলম অপি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ।
তারা সবাই হল শাখা ছাত্রলীগ সভাপতি সজিবুর রহমান সজীবের অনুসারী। ছাত্রলীগের ঢাবি শাখা সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী সজীব।
গত ২৬ মার্চ সকাল আটটায় একই হলের আখলাকুজ্জামান অনিককে রুমে গিয়ে অতর্কিত হামলা করেন অভিযুক্ত শিক্ষার্থীরা। হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে হয় তাকে। হামলায় অনিকের রুমমেট রাজীব আহমেদও গুরুতর আহত হন।
এ ঘটনায় হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন অনিক। তিনি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্স ২য় বর্ষের শিক্ষার্থী।
বহিষ্কারের ঘটনায় অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, মহান স্বাধীনতা দিবসে আমরা সবাই স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। সে সময় এ ঘটনা ঘটে। শহীদদের প্রতি এদের কোনো সম্মান নেই।
তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছিলাম। কমিটির তদন্ত সাপেক্ষে ৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য