-->

সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

ঢাবি প্রতিনিধি



সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতার প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা

‘ক্যাম্পাসে ধর্মান্ধ, সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর অপতৎপরতার প্রতিবাদে’ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭এপ্রিল) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-ছাত্রলীগের সভাপতি আন নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

সমাবেশে জয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কোনো চুনপুটি যদি মনে করে তারা অনেক কিছু করে ফেলেছে, তাদের ধারণা ভুল। ছাত্রলীগের নেতাকর্মীরা মৌলবাদী গোষ্ঠীকে মেনে নেবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছিলেন ইসলাম শান্তির ধর্ম। যদি আপনারা মনে করেন ধর্মকে পুঁজি করে এগিয়ে যাবেন, সে সুযোগ আমরা দেব না। শর্টকার্ট টেকনিকে বেহেস্তে যাওয়া যাবে না।

তিনি বলেন, যারা শর্টকাট টেকনিকে মানুষ মারে। মানুষকে মারার কৌশল শিখিয়ে যারা মনে করে বেহেস্তে যাবে, তাদের বলতে চাই তোরা লুকিয়ে লুকিয়ে কেন নেতৃত্ব দিস। সামনে এসে নেতৃত্ব দে, দেখি তোদের কত সাহস।

লেখক ভট্টাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো ধর্মীয় রাজনীতি বিগত দিনেও হয়নি, ভবিষ্যতেও হবে না। তারা বিষয়গুলো জানতে পেরে একেক সময় একেক লেবাস ধারণ করে একেকটি ব্যানার ব্যবহার করে ধর্মকে ব্যবহার করতে চায়।

সনজিত চন্দ্র দাস বলেন, বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ স্বীকৃত সংগঠনের বাইরেও ব্যাঙের ছাতার মতো বিভিন্ন ধরনের সংগঠন গড়ে উঠছে। এদেরকে ছত্রছায়া দিচ্ছে ঢাবি প্রশাসন। ।

সাদ্দাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী অধিকারের নামে সংবাদ সম্মেলন করছে, রাজুতে সমাবেশ করছে, প্রেজেন্টেশন কীভাবে হবে সেরকম ফতোয়া দেখানোর হিম্মত দেখাচ্ছে। এটি আমাদের হতবাক করেছে। বর্তমানে ধর্মান্ধ মৌলবাদী রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। আমরা কাবুলে ক্লাস করছি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস করছি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক ও বর্তমান নেতাকর্মী, বিভিন্ন হল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Beta version