ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য মনোনীত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বুধবার (১৩ এপ্রিল) বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত পত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে ঢাবি আইন-১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(জি) অনুযায়ী মনোনীত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ।
বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজের সাবেক শিক্ষার্থী। উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স ও সার্জন্স অফ গ্লাসগো থেকে এফআরসিএস ডিগ্রী অর্জন করেছেন।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ চক্ষু রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। চিকিৎসাসেবার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক ও সুদক্ষ প্রশাসক।
গত বছর ২৯ মার্চ বিএসএমএমইউর উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব হিসেবে এবং বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন), প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন, কমিউিনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এই বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলের দায়িত্বে ছিলেন। তিনি বিএসএমএমইউর স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যনির্বাহী সদস্য তিনি। অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর পরপর তিন বার নির্বাচিত সভাপতি।
মন্তব্য