-->
শিরোনাম

বিকেলের মধ্যে হল ছাড়তে হবে ঢাকা কলেজের ছাত্রদের

নিজস্ব প্রতিবেদক
বিকেলের মধ্যে হল ছাড়তে হবে ঢাকা কলেজের ছাত্রদের
সংঘর্ষে লিপ্ত ব্যবসায়ী-কর্মচারী ও ছাত্রদের হামলায় তিন সংবাদকর্মী আহত হয়েছেন। ছবি- ভোরের আকাশ

রাজধানীর নিউমার্কেট এলাকার দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের প্রেক্ষাপটে ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেনের সই করা অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, উদ্ভুত পরিস্থিতিতে ১৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। মঙ্গলবার বিকেলের মধ্যে হল খালি করার নির্দেশ দেয়া হলো।

‘কথা-কাটাকাটির জেরে’ গতকাল সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনার পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। আর সোমবার রাতের ঘটনার জেরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতরাতের ঘটনার জের ধরে মঙ্গলার সকাল ১০টার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া মার্কেট এবং নিউমার্কেট খুলতে বাধা দেন। এ ঘটনায় ব্যবসায়ীরা শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান৷ পরে কলেজ গেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত ২০ জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এদিন সংঘর্ষে লিপ্ত ব্যবসায়ী-কর্মচারী ও ছাত্রদের হামলায় তিন সংবাদকর্মী আহত হয়েছেন। তারা হলেন- দীপ্ত টিভির সাংবাদিক আসিফ সুমিত, এসএ টিভির ক্যামেরাপারসন কবির হোসেন ও আরটিভির ক্যামেরাপারসন সুমন দে।

মন্তব্য

Beta version