-->
শিরোনাম

নিউমার্কেটে সংঘর্ষে ঢাকা কলেজের ছাত্র জড়িত কি না তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক
নিউমার্কেটে সংঘর্ষে ঢাকা কলেজের ছাত্র জড়িত কি না তদন্তে কমিটি
নিউমার্কেটে সংঘর্ষ (ফাইল ছবি)

নিউমার্কেটে ব্যবসায়ী কর্মচারীদের সঙ্গে ঘটা সংঘর্ষে জড়িতরা ঢাকা কলেজের শিক্ষার্থী কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) এ কথা জানিয়েছেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন।

ঢাকা কলেজের গণিত বিভাগের অধ্যাপক অখিল চন্দ্র বিশ্বাসকে প্রধান করে সোমবার তিন সদস্যের এই কমিটি করা হয়। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার রাতে এ কমিটি গঠন করা হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘নিউ মার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে জড়িতরা বাস্তবিকই আমাদের শিক্ষার্থী কি না বা বর্তমান শিক্ষার্থী কি না কমিটি তা খতিয়ে দেখবে। কারণ আমরা মনে করছি সংঘর্ষে শিক্ষার্থীর বাইরে অন্যরা থাকতে পারে। এ বিষয়ে আমরা সন্দিহান।’

ওই হামলা-সংঘর্ষে আমাদের ছাত্রদের ভূমিকার বিষয়টি তদন্ত করে দেখার জন্য কমিটিকে বলা হয়েছে, জানান তিনি।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, আমরা মনে করছি সংঘর্ষে শিক্ষার্থীর বাইরে অন্যরা থাকতে পারে। এ বিষয়ে আমরা সন্দিহান।

মন্তব্য

Beta version