-->

ঢাবিতে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক
ঢাবিতে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ২৫
ঢাকা মেডিকেলে নেয়া আহত একজন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় আহত প্রায় ২০ থেকে ২৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

আজ মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ মিনার এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সংঘর্ষের ঘটনায় ২০ থেকে ২৫ জনের মত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে কারো অবস্থা গুরুতর নয়।

ক্যাম্পাসে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সংবাদ সম্মেলন করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা৷ হকিস্টিক, রড, চাপাতি ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল জানিয়েছে।

হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মানসুরা আলমসহ অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে ছাত্রদল দাবি করেছে ৷

ছাত্রলীগ বলছে, এই হামলা 'প্রগতিশীল শিক্ষার্থীদের প্রতিবাদ'। দেশি অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করায় তাদের প্রতিহত করেছে ছাত্রলীগ।

মন্তব্য

Beta version