গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত তিনশত থেকে চারশত জনকে আসামী করে মামলা দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় প্রক্টর অফিসে সাংবাদিকদের ব্রিফিং কালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে জাতীয় সম্পদ নষ্ট, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় ও আশেপাশের প্রতিষ্ঠানের শৃঙ্খলা নষ্ট এবং নিরাপত্তা বিঘ্নিত করা, সিনেট শিক্ষক প্রতিনিধি নির্বাচন বানচালের অপচেষ্টা এবং কার্জনে নিরাপত্তা প্রহরীর উপর হামলার দায়ে তিনশত থেকে চারশত জনকে আসামী করে শাহবাগ থানায় অজ্ঞাত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ তাদের তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেবে। অভিযোগ প্রমাণিতদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে বিশ্ববিদ্যালয়ের আইনেও তাদের বিচার করা হবে।’
তিনি আরো বলেন, ‘গতকাল সিনেট নির্বাচনকে বিঘ্ন করার প্রচেষ্টা করা হয়েছে।
কার্জন হলে কর্তব্যরত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাপ্রহরীর উপর হামলা করা হয়েছে। আশপাশের প্রতিষ্ঠান (পাওয়ার স্টেশন) ভাঙচুর করা হয়েছে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও সরকারি মালিকানার (বিআরটিসি) শিক্ষার্থীদের দুইটি বাসও ভাঙচুর করা হয়েছে।
সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার দায়ে আইনি ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়।’
মামলার বিষয়ে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্ন, সরকারি কাজে বাধাদান, নিরাপত্তা কর্মীদের মারধর, বাস ভাঙচুর করার অভিযোগে অজ্ঞাতনামায় তিনশ থেকে চারশ জনকে আসামি করে ঢাবি কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।
এ ঘটনায় ২ জনকে আমরা আটক করে কোর্টে চালান করেছি।
মন্তব্য