৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল (২৭মে)। ঢাকাসহ সব বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র থাকছে।
মোট পরীক্ষার্থী ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। সকাল ১০টায় ২০০ নম্বরের দুই ঘণ্টার পরীক্ষা শুরু হবে।
তবে পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে বলা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গত বুধবার ছয় দফা নির্দেশনা জারি করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
পরীক্ষা কেন্দ্রে বইসহ সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক-ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না ও ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
এ ধরনের কাজকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হবে।
মন্তব্য