ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে থাকলে অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সুনির্দিষ্টভাবে সেই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে ছাত্রদলের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
বুধবার (১জুন) বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে মানববন্ধন করেছে সাদা দল। এ সময় বক্তারা ওই দাবি জানান।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সাদা দল থেকে বিশ্ববিদ্যালয় সিনেটে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ফিন্যান্স বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের সাবেক আহ্বায়ক ইমরান কাইয়ূম, কলা অনুষদের আহ্বায়ক মো. আল আমিনসহ সাদাদলের সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশে মামলার বাস্তবতায় দেখা যায়, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হয় তারা একইভাবে মামলার শিকার হয়। এখানেও তার ব্যতিক্রম হয়নি। ছাত্রদলের কর্মীরা একদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার আরেকদিকে সরকারি এবং পুলিশের মামলার জটিলতা এবং নির্যাতনের শিকার হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি এ সকল মামলা প্রত্যাহার করার দাবি জানাই। ক্যাম্পাসে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে তাহলে সুনির্দিষ্টভাবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যাদেরকে চিহ্নিত করার কথা তাদেরকে মামলায় না নিয়ে শুধুমাত্র যারা ভিক্টিম তাদেরকে মামলা দেওয়া হয়েছে।
বক্তারা আরো বলেন, ছাত্র নামধারী সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ করেছে। হামলা করে আহত করেছেন এমনকি বাংলাদেশের সর্বোচ্চ বিচারাঙ্গন সুপ্রিমকোর্টের প্রাঙ্গণে রক্তে ঝরিয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম আইন শৃঙ্খলা বাহিনী এই সন্ত্রাসী হামলায় কার্যকর ব্যবস্থা নেবে। কিন্তু এই পর্যন্ত প্রশাসন, বাহিনী চিহ্নিত সন্ত্রাসীদের কোনো ব্যবস্থা না নিয়ে নির্লিপ্ততা দেখিয়েছে এটি সন্ত্রাসী কাজে মদদ দিয়েছে।
মন্তব্য