‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ উপস্থিতি: ঢাবি প্রক্টর

ঢাবি প্রতিনিধি
‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ উপস্থিতি: ঢাবি প্রক্টর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সকল বিভাগীয় শহর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিলিয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৮ শতাংশের বেশি ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩ জুন) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৮ শতাংশের বেশি ছিল জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি সে অনুযায়ী, খুলনায় ৯৮.৫ শতাংশ, রাজশাহীতে ৯৮.৫ শতাংশ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৯৭.৪৯ শতাংশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৮. ৩৪ শতাংশ উপস্থিতি ছিল। প্রায় সকল কেন্দ্রে একই রকম উপস্থিতি ছিল। সব মিলিয়ে ৯৮ শতাংশের উপরে উপস্থিতি ছিল বলা যায়।'

প্রক্টর আরো বলেন, 'সফলভাবে আনন্দময় পরিবেশে পরীক্ষা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাদের সহকর্মীরা, আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, রাজনৈতিক সংগঠন সবার সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। ছাত্র সংগঠনগুলো ফুল দিয়েছে, সহায়তা করেছে।অভিভাবকেরাও সহযোগিতা করেছেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আমরা পাইনি। উপস্থিতিও ছিল খুব ভালো। নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত কর্মজীবনে পাঠিয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার, লস্ট রিকভারি প্ল্যান, সেটাতে এগিয়ে যাচ্ছি।

 

মন্তব্য