ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের সন্তোষ প্রকাশ

ঢাবি প্রতিনিধি
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের সন্তোষ প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভাগীয় ৭টি শহরে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে প্রশ্ন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

প্রশ্ন নিয়ে একাধিক শিক্ষার্থীর সঙ্গে আলাপকালে ভোরের আকাশকে এ কথা জানিয়েছেন তারা।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী রাহিমা আহমেদ বলেন, ’প্রশ্ন কঠিনও হয়নি আবার সহজও বলা যায় না। আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। ঠিকমতো সব লিখেছি। বাকিটা আল্লাহ ভরসা।’

প্রশ্ন একটু কঠিন হয়েছে বলে জানিয়েছেন ইয়াসিন আরাফাত সানি নামে একজন শিক্ষার্থী। তিনি ঢাকার ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী।

তিনি বলেন, 'প্রশ্ন একটু কঠিন হয়েছে। তবুও লিখেছি। তবে যারা ভালো প্রস্তুতি নিয়েছে তারা উত্তর করতে পেরেছে।’

সাভারের ব্যাংক কলোনি ল্যাবরেটরী কলেজের শিক্ষার্থী রিফাত আহমেদ সোহান। তিনি বলেন, ‘প্রশ্ন ভালো হয়েছে। তবে আমার কাছে হিসাববিজ্ঞানের অংশটি একটু কঠিন লেগেছে। অংকগুলো ক্যালকুলেটরে করতে পারলে ভালো করতে পারতাম। তবে পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর নিয়ে ঢুকতে দেয়নি। তবুও যা হয়েছে, আলহামদুলিল্লাহ।'

সিটি কলেজের শিক্ষার্থী সানজিদা আলম বলেন, 'অ্যাকউন্টিং এবং ফিন্যান্স এর প্রশ্নগুলো একটু কঠিন মনে হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন মধ্যম মানের ছিল, অনেক কঠিন বা অনেক সহজ এর মধ্যখানে ছিল বলা যায়। যাদের প্রস্তুতি ভালো ছিল তারা ভালো পরীক্ষা দিতে পেরেছে।’

এর আগে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বিশেষ করে উপাচার্যবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

মন্তব্য