ঢাবিতে ভর্তিচ্ছুদের সরব উপস্থিতি

চলছে শেষ সময়ের প্রস্তুতি

ঢাবি প্রতিনিধি
ঢাবিতে ভর্তিচ্ছুদের সরব উপস্থিতি
খুঁটিনাটি দেখে নিচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভাগীয় ৭টি শহরে একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী এবং অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। শেষ সময়ে খুঁটিনাটি দেখে নিচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, যানজট এড়িয়ে দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে আগে আগেই চলে এসেছেন তারা। কেন্দ্র খুঁজে আশেপাশে কোথাও বসে শেষ সময়ে যা পারছেন দেখে যাচ্ছেন। এমনকি ভর্তিচ্ছু শিক্ষার্থী পড়ছেন পাশে অভিভাবক হাতে থাকা ফাইল অথবা কাগজ দিয়ে শিক্ষার্থীকে বাতাস করছেন এমন অভূতপূর্ব দৃশ্যেরও দেখা মেলে।

এবার এবার ‘খ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ৫৬৫জন। এই ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৭৮৮টি। এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

এর আগে গতকাল শুক্রবার (৩ জুন) সকালে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের মাধ্যমে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু করে ঢাবি কর্তৃপক্ষ।

সারাদেশে মোট ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। এবারে শিক্ষাবর্ষে ‘গ’ইউনিটে আসন সংখ্যা ছিল ৯৩০টি। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেন। এই পরীক্ষায় প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মন্তব্য