কারাগার থেকে ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
কারাগার থেকে ঢাবির ভর্তি পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

কারাগার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এক শিক্ষার্থী।

শনিবার (১১জুন) দুপুর পৌনে ১২ টায় পরীক্ষা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

প্রক্টর বলেন, গতকাল কারা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে এক শিক্ষার্থীর পরীক্ষার ব্যাপারে জানায়। আমরা সেটি আমলে নিয়ে শিক্ষার্থীর পরীক্ষার ব্যাপারে ব্যবস্থা নিই। আমাদের একজন শিক্ষক এবং দায়িত্বরত কর্মকর্তা সকালে কারাগারে গিয়ে তার পরীক্ষা নিয়েছেন। তবে নিরাপত্তার স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে।

মন্তব্য