শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ করার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ করার দাবিতে মানববন্ধন
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সবুজবাগ সরকারি কলেজ ঢাকা ইউনিটের শিক্ষকদের মানববন্ধন

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ছাত্রলীগের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠান সহিংসতামুক্ত এবং নিরাপদ করার দাবিতে দেশব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। এরই ধারাবাহিকতায় রোববার (১২ জুন) দুপুর ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ করার দাবিতে রাজধানীর সবুজবাগে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সবুজবাগ সরকারি কলেজ ঢাকা ইউনিটের শিক্ষকরা মানববন্ধন করেন।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সবুজবাগ সরকারি কলেজ ইউনিটের সহ-সভাপতি ও সহযোগী অধ্যাপক মোঃ সাহাবুদ্দিনের সভাপতিত্বে এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন-বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সবুজবাগ সরকারি কলেজ ইউনিটের ব্যবস্থাপনা সম্পাদক মো জাকির হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সবুজবাগ সরকারি কলেজ ইউনিটের নির্বাহী সদস্য ও হিসাববিজ্ঞানের সহযোগী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক মোঃ সাহাবুদ্দিন বলেন, ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ এবং আমাদের সহকর্মী শিক্ষকদের অবরুদ্ধ করে কিছু অনৈতিক দাবি কারা হয়। অধ্যক্ষ এসব অনৈতিক দাবিতে রাজি হয়নি। তখন দুপুর ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ভাংচুর করা হয় এবং অকথ্য ভাষা ব্যবহার করে শিক্ষকদের লাঞ্চিত করা হয়। এ কারণেই আমরা আজকে এ মানববন্ধনের ডাক দিয়েছি।

তিনি আরো বলেন, আমরা চাই একটা নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের কাজের নিরাপত্তা থাকতে হবে। আমাদের নিরাপত্তা যদি না থাকে তাহলে আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিব! আমরা চাই সরকার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের ব্যবস্থা করুক। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানকে সহিংসতা মুক্ত এবং নিরাপদ করুক।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জুন) ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকদের বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্রলীগের নেতৃত্বে কিছু সংখ্যক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী কেঁচি গেইটে সজোরে ধাক্কা দিচ্ছে। অপরদিকে শিক্ষকরা তাদের কলেজের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। তবে অপারগ হয়ে গেইট ছেড়ে দিলে শিক্ষার্থীরা কেঁচি গেইট খুলে এক শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কলেজে ঢুকে পরে। তার সঙ্গে অপর শিক্ষার্থীরাও শিক্ষকদের ধাক্কা দিয়ে ফেলে ভেতরে ঢুকে জানালা ভাংচুর করে।

মন্তব্য