ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট দাঈ ও মিডিয়া ব্যক্তিত্ব ড. আ.স.ম শোয়াইব আহমাদ মৃত্যুবরণ করেছেন। শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, গত ৬ জুন গ্রিন লাইনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন ড. আ.স.ম শোয়াইব আহমাদ। পথিমধ্যে মাগুরার অদূরে বাসটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি মারাত্মক আহত হলে তাকে মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এরপর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে তাকে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
সেখানে চার দিন জীবনমৃত্যুর সন্ধিক্ষণ কাটিয়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় পরিবারে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও উপউপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসানসহ জনপ্রিয় ইসলামী মিডিয়া ব্যক্তিত্বগণ ও বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
ভোরের আকাশ/নি
মন্তব্য