বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে ২২ জন শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার ২০২২’ হিসেবে নির্বাচিত করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
সম্প্রতি এ সম্পর্কে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর (পোস্ট গ্র্যাজুয়েট) পর্যায়ে ১৬টি অধিক্ষেত্রে অধ্যায়নরত শিক্ষার্থীদের উন্মুক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতার মাধ্যমে ২২ জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার -২০২২’ হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো।
ভোরের আকাশ/নি
মন্তব্য