শিক্ষার সুন্দর পরিবেশ এর জন্য চাই পরিচ্ছন্ন ক্যাম্পাস। পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের অঙ্গীকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ডাস্টবিন স্থাপন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ রোধে এই উদ্যেগ গ্রহণ করেছেন বলে ছাত্রদল নেতারা জানান। তারা আরো বলেন, 'শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে।
গতকাল শনিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও সোহেল রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আক্তার শুভ, শাওন ইকবাল, জসীম খান, ফেরদৌস আলম, রানা আহম্মেদদ, নুরুল আমিন নুর, মিনহাজুল ইসলাম নয়ন, মেহেদী হাসান, ইমন মিয়া, শেখ রমজান আলী রকি, এহসানুল ইসলাম, তানভীর আল হাদি মায়েদ, তামিম, সত্যজিত দাস, রঞ্জন রায়, বিশ্বজিৎ শর্মা, স্বপন কুমার, সাকিব হোসেন, অসিকুর রহমান জয়, তানভীর হাসান, মিফতাহুল ইসলাম রাতুল, মেহেদী হাসান মাহি, শাকিল আহমেদ, আসিফ, জাকারিয়া আহমেদ জুনায়েদ।
ভোরের আকাশ/ সু
মন্তব্য