-->
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

নির্বাহী কমিটি দেওয়াসহ একাধিক বিষয়ে আলোচনা

ঢাবি প্রতিবেদক
নির্বাহী কমিটি দেওয়াসহ একাধিক বিষয়ে আলোচনা

এই সপ্তাহের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্বাহী কমিটি প্রণয়ণসহ একাধিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে এই আলোচনা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সকল সমন্বয়ক, সহ-সমন্বয়কদেরকে এই আলোচনায় অংশ নিতে বলা হয়।

মিটিং সূত্রে জানা যায়, মিটিংটি করা হয়েছে মূলত আগের যে সমন্বয়করা ছিলো সবার সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নেওয়া। মিটিং-য়ে মূলত ৩ টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত এই সপ্তাহের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্বাহী কমিটি গঠন করার কথা বলা হয়েছে। এই কমিটি মূল অর্গানোগ্রাম কমিটির বাইরে যারা আছে তাদেরকে নিয়ে করা হবে। কমিটিতে ২০ থেকে ২২ জন সদস্য থাকবে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা থাকবে।

দ্বিতীয়ত, একটি অর্গানাইজিং টিম থাকবে। এই টিম একাধিক সেলে বিভক্ত থাকবে এবং সেল অনুযায়ী কাজ করবে। এই অর্গানাইজিং টিম এই মাসের মধ্যে গঠন করার জন্য বলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্গানোগ্রাম দেওয়া হয়েছে ৪ অর্গানোগ্রাম ৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সেটি এই সপ্তাহের মধ্যে বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে।

সর্বশেষ বিষয় আগামী ১৫ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র স্বধীন বাংলাদেশের ১০০ দিন পুর্ণ হবে। ১০০ দিন উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে আন্দোলনে আহতদের খোঁজ খবর নিবে কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি ঢাকায় শহীদ পরিবারের সাথে মতবিনিময় হবে।

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version