-->
ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জ

নতুন করে জিপিএ-৫ পেলেন ২০০ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
নতুন করে জিপিএ-৫ পেলেন ২০০ শিক্ষার্থী

এইচএসসি ও সমমানের পুনঃনিরীক্ষার ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৩৭ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০০ জন শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই ফলাফল প্রকাশ করা হয়। ফেল থেকে সরাসরি জিপিএ-৫ অর্জন করেছেন একজন শিক্ষার্থী।

ঢাকা বোর্ডে প্রায় ৫৯ হাজার ৬৭৮ শিক্ষার্থী এক লাখ ৮০ হাজার ৬০টি বিষয়ের জন্য খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে এক হাজার ৩৩০ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তিত হয়েছে। বোর্ডের কর্মকর্তারা জানান, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে উত্তরপত্রের নির্দিষ্ট কিছু দিক পর্যালোচনা করা হয়। এগুলো হলো—উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর প্রদান, প্রাপ্ত নম্বর সঠিকভাবে গণনা, ওএমআর শিটে নম্বর স্থানান্তর, এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত পূরণ। কোনো প্রশ্নের উত্তর পুনর্মূল্যায়ন করা হয় না, তবে ভুল গণনা বা স্থানান্তরের ক্ষেত্রে সংশোধন করা হয়।

চলতি বছর নয়টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সম্মিলিত গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। প্রথম ফলাফলে সারা দেশে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। ১৫ অক্টোবর প্রকাশিত ফলাফলের পর ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষার আবেদন করেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version