-->
শিরোনাম

নিউইয়র্ক ফ্যাশন উইকে বাংলাদেশের তাসনুভা

বিনোদন ডেস্ক
নিউইয়র্ক ফ্যাশন উইকে বাংলাদেশের তাসনুভা
এই প্রথম কোন আন্তর্জাতিক ফ্যাশন শো মঞ্চে অংশগ্রহণ করছে বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী তাসনুভা

নিউইয়র্ক ফ্যাশন উইকের মঞ্চে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী তাসনুভা। প্রতিবছর দুবার (ফেব্রুয়ারি ও সেপ্টেম্বর মাসে) নিউইয়র্কের ম্যানহাটনে বসে আন্তর্জাতিক এই আসর।

তাসনুভা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শো টাইম মিউজিকের আমন্ত্রণে উত্তর আমেরিকায় সেরা বাংলাদেশি নিউজ প্রেজেন্টার হিসেবে পুরস্কার নিতে সেখানে গিয়েছেন তিনি। এরই মধ্যে এমন সুখবর পেলেন তিনি।

এ বিষয়ে তাসনুভা বলেন, ‘যারা সব সময় আমাদের পেছনে ঠেলে দিতে চেয়েছেন, তাদের ঠেকিয়ে দিতেই আরো সামনে আসার তাগিদ অনুভব করেছি। বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নিউজ প্রেজেন্টার হয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি মর্যাদাপূর্ণ নিউইয়র্ক ফ্যাশন উইকে বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে অংশ নেব।

এর মধ্য দিয়েই আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে কাজের পরিধি বাড়বে- প্রসঙ্গটি তুললে তাসনুভা বলেন, ‘কাজের সুযোগ এলে সেগুলো করার চেষ্টা করব। কিন্তু এখনো ঠিক তেমন পরিকল্পনা করছি না।

বাংলাদেশের ট্রান্সজেন্ডার নারী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা সামনে আরো বাড়বে এবং তার কমিউনিটির জন্য প্রতিনিধিত্বশীল হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছেন তাসনুভা।

 

মন্তব্য

Beta version