কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর প্রায় ৩৬টি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন। আরেক কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে তিনি গেয়েছেন বহু কালজয়ী গান।
এই জুটি শুধু হিন্দি সঙ্গীতে নয়, বাংলায়ও বহু কালজয়ী গান উপহার দিয়েছেন। হেমন্তের জন্যই ‘বন্দেমাতরম’ গেয়েছিলেন লতা। নেপথ্যে ছিল নাটকীয় ঘটনা।
মুম্বাইয়ের ফিল্মিস্তান স্টুডিও কর্তৃপক্ষের সঙ্গে লতার কিছুটা মনোমালিন্য ছিল। কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো না হওয়া সত্ত্বেও লতাকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনা করেছিলেন হেমন্ত।
তবে কর্তৃপক্ষ জানালো, তারা লতাকে ডাকবে না। লতাকে দিয়ে গাওয়ালে হেমন্তকে নিজ দায়িত্বে ব্যবস্থা করতে হবে।
এটি শুনে হেমন্ত চলে গেলেন লতার বাড়িতে। তাকে বলতেই রাজি হয়ে গেলেন লতা। হেমন্তকে বললেন, আপনার জন্যেই বন্দেমাতরম গাইবো আমি।
এরপর স্টুডিওতে গিয়ে নয়, হেমন্তের বাড়িতেই গানটি তুলেছিলেন লতা মঙ্গেশকর। হেমন্তর বাড়িতে গান তোলা হলো, রেকর্ডিং হলো, তারপর ইতিহাস। হেমন্ত-লতা জুটির পথ চলা শুরু সেই থেকে।
‘মণিহার’, ‘শঙ্খবেলা’, ‘অদ্বিতীয়’, ‘দীপ জ্বেলে যাই’, ‘মন’সহ বহু ছবিতে বাংলা গানে সুপার-ডুপার হিট হয়েছিলেন লতা মঙ্গেশকর।
লতাকে দিয়ে রবীন্দ্রসঙ্গীতও গাইয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ‘তুমি রবে নীরবে’র ডুয়েট সঙ্গীত জগতের অমরসৃষ্টি হয়ে রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
মন্তব্য