চিত্রনায়িকা বুবলির চলচ্চিত্রের পাঁচ বছরের ক্যারিয়ারে ছবি মুক্তি পেয়েছে ১০টি। বুবলী অভিনীত মুক্তির জন্য প্রস্তুত আরো হাফ ডজন ছবি। পাশাপাশি বেশ কয়েকটি ছবির শুটিং করছেন তিনি। চুক্তিবদ্ধ হচ্ছেন নতুন নতুন ছবিতে। বলতে গেলে এই সময়ের ঢাকাই ছবির সবচেয়ে ব্যস্ত নায়িকা এখন ‘বসগিরি’ খ্যাত এই নায়িকা।
সেই বুবলী সিনেমার ব্যস্ততার বাইরে এবার জানালেন নতুন খবর। দেশীয় ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের অ্যাম্বাসাডর হলেন জনপ্রিয় এই নায়িকা। শনিবার প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হোন তিনি। এখন থেকে সিনেমার শুটিংয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ও প্রোডাক্ট কমিউনিকেশনের জন্য কাজ করবেন বুবলী।
বিষয়টি নিয়ে বুবলী বলেন, গুণগত মান অক্ষুণ্ন রেখে মানুষের চাহিদা অনুযায়ী মোবাইল তৈরি করে সিম্ফনি। ঠিক এ কারণেই আমি সিম্ফনির সাথে কাজ করতে আগ্রহী হয়েছি।’ বুবলী আরো জানান, ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি এবং ব্যবহারকারীদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।
শিগগিরই সিম্ফনি বাংলাদেশের বাজারে আরো নতুন কিছু হ্যান্ডসেট নিয়ে আসবে এবং সেই ফোনগুলো সর্বস্তরের মানুষের মন জয় করতে পারবে বলে আমার বিশ্বাস। এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদের উপস্থিতিতে সিম্ফনি মোবাইলের মার্কেটিং এজেন্সি পিংক ক্রিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক রিয়াজ এবং শবনম বুবলি এই চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় সিম্ফনি মোবাইলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য