টলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা দেব। পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলের সাংসদও তিনি। তাকেই কিনা গোয়েন্দা পুলিশের জেরার মুখে পড়তে হলো, তাও আবার গরু চুরির মামলায়!
কলকাতার বোস রোডে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিবিআইয়ের আঞ্চলিক কার্যালয় নিজাম প্যালেসে আজ মঙ্গলবার সকালে হাজির হন অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।
একটি গরু পাচার মামলায় সাক্ষী হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এর আগে গত বুধবার সিবিআই তাকে হাজির হওয়ার নোটিস পাঠিয়েছিল।
গরু পাচার মামলায় দেবের নাম কীভাবে উঠে এলো, সে বিষয়ে কিছু প্রকাশ করেনি সিবিআই।
তবে জানা গেছে, সম্প্রতি ঘাটাল হাইওয়ে থেকে গরু পাচারে যুক্ত একটি চক্রের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের সময় কোনোভাবে দেবের নাম উঠে আসে।
পশ্চিম মেদেনীপুরের আসন ঘাটালের সাংসদ দেব।
তাই গরু পাচার বিষয়ে কিছু জানেন কি না, সে বিষয়ে একজন সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করতেই সাংসদ দেবকে ডেকে পাঠানো হয়েছে।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তৃণমূল কংগ্রেসের সাংসদ কাম অভিনেতা দেব।
এর আগে রাজ্যের একজন মন্ত্রী ও পুলিশের কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। গত জানুয়ারির শেষ সপ্তাহে গরুপাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হককে জামিন দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
সূত্র: আনন্দবাজার।
মন্তব্য