-->
শিরোনাম

‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’ শুরু

বিনোদন প্রতিবেদক
‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’ শুরু

আজ থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’র ২০তম আসর। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে পাঁচ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ৯ থেকে ১৩ই ফাল্গুন (২২ থেকে ২৬শে ফেব্রুয়ারি) টিএসসি প্রাঙ্গণে।

আয়োজকরা জানায়, আজ সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে বাংলা ভাষার চলচ্চিত্রের সব থেকে বড় এই উৎসবের।

এছাড়াও উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ (দুপুর ১টা), মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ (বিকাল ৩:৩০টা) ও আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ (সন্ধ্যা ৬:৩০টা)।

মন্তব্য

Beta version