-->
শিরোনাম

স্কিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস জিতলেন যারা

বিনোদন ডেস্ক
স্কিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস জিতলেন যারা
সেগ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উইল স্মিথ ও জেসিকা চ্যাস্টেইন

অভিনয় দুনিয়ার অন্যতম বড় পুরস্কার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস বা সেগ। ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় বসেছিল সেগের ২৮তম আসর। সেগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই পুরস্কার আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স বাই আ মেল অ্যাক্টর ইন আ লিডিং রোল পেয়েছেন উইল স্মিথ।

একই ক্যাটাগরিতে ফিমেল অ্যাক্টর ইন আ লিডিং রোল পেয়েছেন জেসিকা চ্যাস্টেইন। স্মিথ অভিনয়ে সেরা হয়েছে ‘কিং রিচার্ড’ ছবিতে রিচার্ড উইলিয়ামস চরিত্রে পারফর্ম করে। রিচার্ড হলেন- মার্কিন টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবা ও কোচ।

পুরস্কার নিয়ে অভিনেতা বলেন, ‘বিশ্বাসের শক্তি অনেক বড়। অসম্ভবকে সম্ভব করতে এটা ভীষণ দরকার। ’ চ্যাস্টেইন স্বীকৃতি পেয়েছেন আরেক জীবনীভিত্তিক ছবি ‘দ্য আইজ অব টমি ফে’তে টমি ফে বেকারের চরিত্রে অভিনয় করে। চ্যাস্টেইন জানান, টমির চরিত্রে অভিনয় তার স্বপ্ন ছিল।

টিভি ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের পুরস্কার পেয়ে আপ্লুত ‌‘স্কুইড গেমস’খ্যাত জং হিয়ুন ও লি জুং-জি
টিভি ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের পুরস্কার পেয়ে আপ্লুত ‌‘স্কুইড গেমস’খ্যাত জং হিয়ুন ও লি জুং-জি

 

এবারের সেগে সর্বোচ্চ তিন মনোনয়ন পেয়েছিল ‘হাউজ অব গুচি’ ও ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। তবে শেষ পর্যন্ত সর্বোচ্চ দুই পুরস্কার জিতেছে অ্যাপল প্লাসের ছবি ‘কোডা’। টিভি ক্যাটাগরিতে সর্বোচ্চ পাঁচ মনোনয়ন পায় ‘সাকসেশন’ ও ‘টেড লাসো’।

তবে পুরস্কার অনুষ্ঠানে বাজিমাত করেছে গেল বছরের হিট কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেমস’। মোট তিন পুরস্কার ঘওে তুলেছে সিরিজটি। এসব পুরস্কার ছাড়াও সেগে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেনকে। সূত্র : ভ্যারাইটি

মন্তব্য

Beta version