-->

বাংলাদেশে আসছেন ভারতীয় নৃত্যশিল্পী সুমি সেন

বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশে আসছেন ভারতীয় নৃত্যশিল্পী সুমি সেন
ভারতের জনপ্রিয় নৃত্যশিল্পী সুমি সেন কুন্ডু

স্বনামধন্য নৃত্য একাডেমি 'নিত্যাঞ্জলী একাডেমি নওগাঁ' আয়োজন করতে যাচ্ছে ৫ দিনব্যাপী উচ্চাঙ্গ নৃত্যের কর্মশালা। আগামী ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাঁচ দিন ব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বাংলাদেশে আসছেন ভারতের জনপ্রিয় নৃত্যশিল্পী সুমি সেন কুন্ডু।

ভারতের এ নৃত্যশিল্পী 'ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস' পুরস্কারপ্রাপ্ত।

নিত্যাঞ্জলী একাডেমি নওগাঁ এর পরিচালক মোঃ শহিদুল ইসলাম সেলিম বলেন, প্রতি বছর আমরা এমন উদ্যোগ গ্রহন করে থাকি। গত দু'বছর করোনা মহামারির কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম।

তিনি বলেন, আঁধার কাটিয়ে নতুন আলোর পথে আমরা উদ্যোগ নিলাম উচ্চাঙ্গ নৃত্যের কর্মশালার। আমাদের ডাকে সাড়া দিয়ে কলকাতা থেকে আসছেন 'ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস' অ্যাওয়ার্ডপ্রাপ্ত নৃত্যশিল্পী সুৃমি সেন কুন্ডু।

মন্তব্য

Beta version