-->

দোদুলের কালো প্রজাপতি

বিনোদন ডেস্ক
দোদুলের কালো প্রজাপতি

কয়েক বছর ধরে ধারাবাহিক নাটকে উপেক্ষিত ছিল পারিবারিক গল্প। এ নিয়ে দর্শকদের মতো আক্ষেপ ছিল অভিনয়শিল্পীদেরও। তাঁরা মনে করেন, বাঙালি পরিবার অন্তঃপ্রাণ জাতি। অথচ নাটক থেকে পরিবার হারিয়ে যাচ্ছে। এ কারণেই দর্শক হারাচ্ছিল নাটক। আশার কথা হচ্ছে, নাটকে আবার ফিরতে শুরু করেছে পরিবারের হারিয়ে যাওয়া সদস্যরা।

এসব নাটকে উঠে আসছে বর্তমান সময়ের পারিবারিক নানা গল্প। তাতে আশাবাদী হয়ে উঠেছেন নাটকের মানুষেরা। জনপ্রিয় নির্মাতা গোলাম সোহরাব দোদুল নিজের প্রথম চলচ্চিত্র ‘সাপলুডু’ দিয়ে নজর কাড়েন দর্শকের। এরপরই আবার আলোচনায় আসেন ওয়েব ফিল্ম ‘ডার্করুম’ দিয়ে। নাটকের চেয়ে এখন যেন চলচ্চিত্রেই বেশি মন এই নির্মাতার।

তারই প্রমাণ দিলেন নিজের নতুন সিনেমার ঘোষণা দিয়ে। মার্চের শেষেই আসছে তার নির্মিত তৃতীয় চলচ্চিত্র। এ সিনেমার নাম রেখেছেন ‘কালো প্রজাপতি’। কেন এমন নাম, গল্পটাই বা কী? প্রশ্নের উত্তরে দোদুল বলেন, ‘আমি মূলত একটি সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছি। এই শহরে কিছু শিশু-কিশোর দেখবেন আপনারা যারা ড্যান্ডি নামে মাদকে আসক্ত। তেমন একজন ছেলে নয়ন।

একটা সময় সে মাদকে আটকে যায়। এরপর রহস্যময়ভাবে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এই ছেলেকে কেন্দ্র করেই মূলত সিনেমাটির গল্প গড়ে উঠেছে।’ তিনি আরো জানান, ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মনোজ, অর্ষা, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজ প্রমুখ। ইতোমধ্যেই ঢাকার বিভিন্ন বস্তিতে ছবিটির শুটিং হয়েছে।

১১০ মিনিট দৈর্ঘ্যরে ‘কালো প্রজাপতি’ বিঞ্জে রিলিজ হবে। শিগগিরই ট্রেলার প্রকাশ হবে বলেও জানান নির্মাতা।

মন্তব্য

Beta version