সিনেমা নির্মাণের জন্য আবারো ফান্ড পেয়েছে নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’। গত বুধবার এটি সিনক্রাফ্ট ফিল্ম ফান্ড জিতেছে। এর আগে একই সিনেমার জন্য ২০২১ সালে তাইওয়ান সরকারের কাছ থেকে সাড়ে ৭৬ লাখ টাকার ফান্ড পেয়েছিল নুহাশ। এ ছাড়া টোকিও গ্র্যান্ট ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নির্মাণে নানা সহযোগিতা পেয়েছে ‘মুভিং বাংলাদেশ’।
নতুন ফান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক আরিফুর রহমান। এটি গুপী-বাঘা প্রডাকশনের ব্যানারে তৈরি হবে। সিনেমাটি গ্রান্ড প্রাইজ জেতায় নুহাশ সুযোগ পাবেন আমেরিকার বিখ্যাত নির্মাতা মার্ক ডেভিড ডুপ্লাসের মেন্টরিংয়ে কাজ করার।
প্রযোজক আরিফুর রহমান বলেন, ‘সিনেমার জন্য প্রথম ফান্ড পাওয়া নিয়ে কিছুটা চিন্তায় ছিলাম। সেটা কেটে যায় তাইপে সরকারের ফান্ডে। এখন আবারো আমরা টাকা পেলাম। সিনক্রাফ্ট ফান্ড সিনেমা নির্মাণে সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সাড়ে ২৫ লাখ টাকা দেবে।
সিনেমাটির নির্মাতা নুহাশ জানান, ফিল্মটির কাজ এখনো শেষ হয়নি। আগের কাজ, এই সিনেমার চিত্রনাট্য দেখে ফান্ড এবং নির্মাণের সুযোগ-সুবিধা আসছে।
মন্তব্য